স্বপ্নভূমি ডেস্ক : খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদ থেকে মোজাম গাজী (৭৩) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার জেলেপাড়া সংলগ্ন নদীর খননকৃত অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের পর জানা যায়, মৃত ব্যক্তি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ফজর আলী গাজীর ছেলে মোজাম গাজী।
মোজাম গাজীর ছেলে মাসুম গাজী জানান, তার বাবা মানসিক রোগ ও অ্যাজমায় ভুগছিলেন। রোববার সকাল ৮টার দিকে তিনি কপোতাক্ষ নদসংলগ্ন একটি ঘেরে গিয়েছিলেন। পরে খবর পান, নদী থেকে তার বাবার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।